হোয়াট ইজ এসইও ?
SEO কথাটি শব্দগত ফুলমেনিং হচ্ছে Search Engine Optimization এর থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি Search Engine সাথে Optimization রিলেটেড কিছু একটা এই SEO বিষয়টি আরও ক্লিয়ার বুঝা যাবে
যদি আমরা একটু প্রেকটিকেল এই চিন্তা করি মনে করুন, আপনি একটি ল্যাপটপ কম্পিউটার কিনবেন । এখন ল্যাপটপ কম্পিউটার কেনার জন্য আমার সেই সম্পর্কে দাম জানতে হবে। যে আসলে কোন Laptop কেমন Price এখন আমি দামটা কিভাবে জানতে পারি।
একটি হতে পারে, আপনি সরাসরি ল্যাপটপের দোকানে গিয়ে সেখান থেকে দাম জানতে পারেন আরেকটি হতে পারে আপনি বাসায় বসে আপনার কম্পিউটারে ইন্টারনেট www. google.com ওপেন করে Laptop Price In Bangladesh লিখে Search করবেন।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই কমবেশি লাইফে কখনো কখনো আমাদের তথ্য খুজে বের করার জন্য সার্চ করেছে এই google গিয়ে সার্চ করলাম Search করার পর আপনার সামনে অনেক website চলে আসবে।
ওয়েবসাইটগুলোতে আমরা ল্যাপটপ কম্পিউটারের বিভিন্ন প্রাইস বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন এবং এখান থেকে আপনি সেই তথ্যগুলো সহজেই জেনে নিতে পারবেন।
এখন এই যে আপনি সার্চ করলেন এখানে মেইন বিষয়টি কি হয়েছে আপনি google.com এ গিয়ে সার্চ করলেন এখানে Google এর ভূমিকা হচ্ছে Google একটি Search Engine.
সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এমন একটি সফটওয়্যার বা এমন একটি অনলাইন বেস্ট Website যেখানে আমরা আমাদের তথ্য সহজে খুঁজে সার্চ করে খুঁজে বের করতে পারি ।
তার মানে এখানে google.com সার্চ ইঞ্জিনের ভূমিকা পালন করছে এবং সেটা আপনি যে তথ্যটি লিখে সার্চ করেছেন সেই তথ্য রিলেটেড টপিক গুলো খুজে বের করে দিয়েছে এখানে একটি জিনিস লক্ষ্য করুন আপনি কি কখনো ভেবে দেখেছেন Google
.
একটি আমেরিকান প্রতিষ্ঠিত হওয়া সত্বেও এখানে বাংলাদেশী ওয়েবসাইট গুলো এমন কে বাংলাদেশ এখানে দেখুন এক নাম্বারে যে সাইটে আছে
প্রথমে Rayans Computer এটি আমাদের দেশের লোকাল একটি কম্পিউটার শপ এই কম্পিউটারের দোকান এর ওয়েবসাইট কিভাবে একটি আমেরিকান প্রতিষ্ঠান Search Engine চলে আসলো কখন কে বিষয়টা এভাবে ভেবেছেন?
তাহলে কি এই website কর্তৃপক্ষ গুগলকে কোন টাকা দিয়েছে এখানে আনার জন্য Google সাথে কি তাদের কোন চুক্তি হচ্ছে না আসলে ঠিক যে অপটিমাইজেশন গুলো করার ফলে
এই ওয়েবসাইটগুলো Google Search Result এসেছে বা সার্চ ইঞ্জিনের Search Results চলে এসেছে
সেই অপটিমাইজেশন গুলোকেই সংক্ষেপে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO বলা হয়
যদি এক লাইনে বলতে চাই সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটের যে অপটিমাইজেশন সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে
এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যেটা একমাত্র কাজ সেটা হচ্ছে আমার ওয়েবসাইট গুলো যখন আমার ওয়েবসাইটে রিলেটেড টপিক নিয়ে মানুষ গুগলে সার্চ করবে তখন যেন আমার.
সার্চ ইঞ্জিনের রেজাল্টে প্রদর্শিত হয় এটাই হচ্ছে মূলত এসইওর কাজ
কিন্তু এখন এসইও কি সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন ।এখন একটি প্রশ্ন জাগতে সে সেটা হচ্ছে এই যে একটা সহজ ব্যাপার আমরা গুগলে সার্চ করলাম আর আমাদের ওয়েবসাইট চলে আসলো।
এবং ওয়েবসাইট পাওয়া গেল এই সহজ এবং ছোট্ট একটি ব্যাপার কে কেন্দ্র করে কেন চারদিকে তো কথা শোনা যায় কারণ আপনি অনলাইন আর্নিং এর কথা শুনেছেন বা ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন কিন্তু এসইওর কথা শুনেন নাই
এমন লোক আমাদের দেশে নেই বললেই চলে আপনি যদি অনলাইনে না থাকেন এসইওর কথা তাহলে মনে রাখবেন যে আপনি হয়তো অনেক বড় একটা কিছুই মিস করেছেন
এসইওর নলেজ না থাকলে আপনি ইন্টারনেটে যে সেক্টরেই কাজ করেন না কেন লাইফে কখনো না কখনো আপনাকে লজ্জার সম্মুখীন হতে হবে ।
1 comments:
commentsI rarely share my story with people, not only because it put me at the lowest point ever but because it made me a person of ridicule among family and friends. I put all I had into Binary Options ($690,000) after hearing great testimonies about this new investment
Replystrategy. I was made to believe my investment would triple, it started good and I got returns (not up to what I had invested). Gathered more and involved a couple family members, but I didn't know I was setting myself up for the kill, in less than no time all we had put ($820,000) was gone. It almost seem I had set them up, they came at me strong and hard. After searching and looking for how to make those scums pay back, I got introduced to maryshea03@gmail.com who helped recover about 80% of my lost funds within a month.