#20 টি প্রোয়জনীয় কম্পিউটার শর্টকার্ট Run Command । আপনার অবশ্যই জানা উচিত;




কম্পিউটার শর্টকাট  Run Command  এর সাহায্যে  আপনি সহজেই অনেক প্রোয়জনীয় কাজ করতে পারবেন। 

এটি আপনাকে কম্পিউটারে দ্রুত কাজ করতে সাহায্যে করবে। তাই আপনাকে এই ২০ টি প্রোয়জনীয় কম্পিউটার Run Command সম্পর্কে অবশ্যই জানা উচিত;

Ø মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) Run Command এর সাহায্যে  সহজেই ওপেন করার জন্য আপনাকে প্রথমে Run command ওপেন করতে হবে। 

   রান কমান্ড keyboard shortcuts এর মাধ্যমে open করার জন্য আপনি কীবোর্ড থেকে windows + R = run command । একসাথে প্রেস করুন। তাহলে রান কমান্ড চালু হবে।


ওইখানে টাইপ করুন ; winword  । এরপর এন্টার অথবা ওকে প্রেস করলে। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনেস্টল থাকে তাহলে। সাথে সাথে ওপেন হয়ে যাবে এই রান কমান্ডের মাধ্যমে।


Ø মাইক্রোসফট এক্সেল (Microsoft excel )  সহজেই রান কমান্ডের সাহায্যে ওপেন করার জন্য । রান কমান্ডে গিয়ে টাইপ করতে হবে


Excel ।   excel type করার পর ওকে তে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে, যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল ইন্সেটল থাকে। 


যদি আপনার কম্পিউটারে Microsoft excel install না থাকে তাহলে error দেখাবে।

Ø  কম্পিউটারের ওয়ার্ড প্যাড (WordPad) run command এর সাহায্যে সহজেই ওপেন করার জন্য , আপনাকে প্রথমে রান কমান্ড চালু করতে হবে।


তারপর type করতে হবে: WordPad/ write   । টাইপ করার পর এন্টার প্রেস করলে । সাথে সাথে আপনার কম্পিউটাররের ওয়ার্ড প্যাড ওপেন হয়ে যাবে। 

এটি শুধু windows operating system এ কাজ করবে।


Ø কম্পিউটারের ক্যারেক্টার ম্যাপ (character map ) run command এর সাহায্যে সহজেই ওপেন করার জন্য ।  Run Command open করে type


করতে হবে: charmap  
এরপর এন্টার প্রেস করলেই আপানার কম্পিউটারের  ক্যারেক্টার ম্যাপ ওপেন হয়ে যাবে। ক্যারেক্টার ম্যাপ থেকে। 


আপনি সহজেই  বিভিন্ন ধরনের ক্যারেক্টার সিলেক্ট করে কপি করতে পারেন। ওইখানে অনেক ধরনের ক্যারেক্টার সেট আছে।

Ø কম্পিউটারের নোটপ্যাড (notepad ) Run Command এর সাহায্যে সহজেই ওপেন করার জন্য ।  just type : notepad এবং এন্টার প্রেস করতে হবে।  


তাহলে কম্পিউটারের নোটপ্যাড ওপেন হয়ে যাবে। এর সাহায্যে সহজেই নোটপ্যাড ওপেন করতে পারবেন।

Ø  কম্পিউটারের ক্যালকুলেটর (calculator) Run Command এর সাহায্যে ওপেন করা । আপানার কখনো ক্যালকুলেটর এর প্রয়োজন হলে সহজেই ।ওপেন করার জন্য । রান কমান্ড চালু করার পর টাইপ করবেন :

Calc লিখে এন্টার দেওয়ার সাথে সাথে ক্যালকুলেটার ওপেন হয়ে যাবে।

Ø  কম্পিউটারের অনস্ক্রিন কীবোর্ড (On screen keyboard) Run Command এর সাহয্যে সহজেই ওপেন করার জন্য আপনাকে রান কমান্ড ওপেন করার পর লিখতে হবে: OSK । 


লিখে এন্টার প্রেস করতে হবে তাহলে । আপনার কম্পিউটারের অনস্ক্রিন কী-বোর্ড শো করবে।

আপনার কিম্পউটারে যদি কী-বোর্ডে কোন সমস্যা দেখা দেয় তাহলে। আপনি এই  ON SCREEN KEYBOAD ব্যবহার করতে পারবেন।

Ø  Run Command এর সাহায্যে  Task manager ওপেন করতে চাই্লে। রান কমান্ড  windows + R= run command দিয়ে চালু করে । 

টাইপ করতে হবে: taskmgr । এরপর ওকে তে ক্লিক করলে সহজেই আপনার কম্পিউটারের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে।  


কম্পিউটার কখনো not responding দেখলে অথবা হ্যাং হয়ে গেলে এই task manager এর প্রয়োজন হয়।  এই রান কমান্ডের সাহয্যে সহজেই আপনি টাস্ক ম্যানেজার চালু করতে পারবেন।

Ø Run Command এর সাহায্যে কম্পিউটারের কন্ট্রোল প্যানেল (Control panel )  সহজেই ওপেন করার জন্য। রান কমান্ড চালু করার পর লিখতে হবে :


 Control । এরপর এন্টার অথবা ওকে তে ক্লিক করতে হবে। তাহলে  আপনার কম্পিউটার এর কন্ট্রোল প্যানেল  চালু হয়ে যাবে।  

এই রান কমান্ডের সাহয্যে আপনি সহজেই কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারবেন।


Ø Run Command এর সাহায্যে কম্পিউটারের আনইনেস্টল প্রোগ্রাম (programs and features) ওপেন করতে চাইলে  রান কমান্ড গিয়ে টাইপ করতে হবে: appwiz.cpl।  

এরপর এন্টার প্রেস করতে হবে তাহলে। আপনার programs and features ওপেন হয়ে যাবে। ওইখান থেকে আপনি সহজেই আপনার কম্পিউটারের programs and features অপশনে যেতে পারবেন 


এবং সহজেই আপনার কোন প্রোগ্রাম আনইন্সেল করতে পারবেন।

Ø আপনার কম্পিউটারের ডিস্ক ম্যানেজমেন্ট এ রান কমান্ডের সাহায্যে সহজেই যাওয়ার জন্য আপনার কম্পিউটারের রান কমান্ডে যাওয়ার পর লিখতে হবে:


diskmgmt.msc  । লিখে এন্টার প্রেস করলে আপনার  কম্পিউটারের ডিস্ক (disk management )ম্যনেজম্যান্টে শো করবে। ওই খানথেকে আপনার কম্পিউটারের ডিস্ক এর নাম চেঞ্জ করা সহ আরো অনান্য কাজ করতে পারবেন সহজেই।




Ø User accounts (ইজার এ্যাকাউন্টস ) অপশনে রান কমান্ডের সাহায্যে সহজেই যাওয়ার জন্য । Run Command ওপেন করার পর টাইপ করতে হবে:


control userpasswords2 । লিখে এন্টার প্রেস করলে আপনার কম্পিউটারের ইউজার এ্যাকাউন্টস অপশন ওপেন হবে। 


ওইখান থেকে আপনার কম্পিউটারের ইউজার এ্যাকাউন্টস  সেটিংস  চেঞ্চ করতে পারবেন।


Ø  আপনার কম্পিউটারের windows operating system এর version  রান কমান্ডের সাহায্যে সহজেই জানতে চাইলে । রান কামান্ডে গিয়ে লিখতে হবে: winver । লিখে ওকে তে ক্লিক করলে  আপনর কম্পিউটারের ভার্সন শো করবে।


Ø  কম্পিউটারের যাবতীয় ইনফরমেশন রান কমান্ডের সাহায্যে সহজেই জানতে চাইলে ।


রান কমান্ড চালু করার পর লিখতে হবে: msinfo32 ।
লিখার পর ওকে বা এন্টার প্রেস করতে হবে। তাহলে আপনার কম্পিউটারের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন সহজেই।



Ø    কম্পিউটারের টাইম ও ডেট  রান কমান্ডের সাহায্য সহজেই দেখতে চাইলে । রান কমান্ড ওপেন করার পর টাইপ করতে হবে: timedate.cpl

লিখে এন্টার দিলে । আপনি কারেন্ট ডেট ও টাইম দেখতে পারবেন সহজেই।


Ø  আপনার কম্পিউটারের মাউসের সেটিংস এ রান কমান্ডের সাহায্যে সহজেই যাওয়ার জন্য রান কামান্ড ওপেন করার পর টাইপ করতে হবে: main.cpl 


এরপর ওকে তে ক্লিক করলে আপনি সহজেই আপনার কম্পিউটারের মাউসের সেটিংস এ যেতে পারবেন।

Ø  আপনার কম্পিউটারের জমে থাকা ক্যাস cache files  গুলো  rum command এর সাহায্যে । ডিলেট কারার জন্য  রান কমান্ড ওপেন কারার পর লিখতে হবে: prefetch

লিখে  এন্টার প্রেস করলে । দেখতে পারবেন আপনার কম্পিউটারের জমে থাকা অনেক ক্যাস cache files । ওই গুলো ctrl + a এর সাহয্যে সব গুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর shift press করে রেখে  deleted  প্রেস করলে  সব ক্যাস ফাইলস গুলো সরাসরি ডিলেট হয়ে যাবে।

Ø আপনার কম্পিউটারের টেম্পরোয়ারি ফাইলস গুলো  Run Command সাহায্যে ডিলেট কারার জন্য । রান কমান্ডে গিয়ে লিখতে হবে temp । 



লিখে  এন্টার প্রেস করতে হবে। তাহলে আপনার কম্পিউটারের যাবতীয় temporary files গুলো একসাথে দেখতে পারবেন। এরপর ctrl + a  



এর সাহায্য সব গুলো সিলেক্ট করার পর: SHIFT + DELETED প্রেস করে সব ফাইলস গুলো একসাথে ডিলেট করতে হবে।


Ø কম্পিউটারের আরো টেম্পরোয়ারি ফাইলস গুলো ডিলেট করার জন্য রান কমান্ডে গিয়ে টাইপ করতে হবে:  %temp%

এরপর এন্টার প্রেস করলে আরো অনেক টেম্পারোয়ারি ফাইলস দেখতে পারবেন। সবগুলো Ctrl + A এর সাহায্যে সিলেক্ট করে । Shift +  deleted এর সাহায্যে সহজেই ডিলেট করতে পারবেন।



Share this

Related Posts

Previous
Next Post »

1 comments:

comments
December 14, 2019 at 4:12 AM delete

I rarely share my story with people, not only because it put me at the lowest point ever but because it made me a person of ridicule among family and friends. I put all I had into Binary Options ($690,000) after hearing great testimonies about this new investment

 strategy. I was made to believe my investment would triple, it started good and I got returns (not up to what I had invested). Gathered more and involved a couple family members, but I didn't know I was setting myself up for the kill, in less than no time all we had put ($820,000) was gone. It almost seem I had set them up, they came at me strong and hard. After searching and looking for how to make those scums pay back, I got introduced to maryshea03@gmail.com who helped recover about 80% of my lost funds within a month.

Reply
avatar