কিভাবে নষ্ট মেমোরি কার্ড, পেনড্রাইভ ঠিক করতে হয়। (how to repair corrupted memory card or pen drive )



এখানে নষ্ট মেমোরি কার্ড ,পেনড্রাইভ বলতে বুঝানো হয়েছে যে ,  যে মেমোরি কার্ড কম্পিউটার এ শো করে কিন্তু ফরমেট হয় না। অথবা write ported দেখায় । 

অথবা মেমোরি যে ধারন ক্ষমতা ওইটা না দেখিয়ে ভুল কোন ধারন ক্ষমতা দেখায়। 

এইসব মেমোরি কার্ড অথবা পেনড্রাইভ আপনি চাইলে সহজেই ফরমেট করে ঠিক করতে পারেন।

এটি করার জন্য প্রথমেই আপনাকে আপনার নষ্ট মেমোরি কার্ড আপনার কম্পিউটারে প্লাগ ইন করতে হবে। তারপর মাই কম্পিউটারে গিয়ে দেখবেন যে আপনার মেমোরি বা পেনড্রাইভের ড্রাইভ লেটার কি?

এরপর আপনার কম্পিউটারে cmd command open করতে হবে। cmd command সহজেই  open  করার জন্য আপনাকে প্রথমে windows button + R = run command চালু করতে হবে। তারপর ওইখানে লিখতে হবে cmd এরপর ওকে তে ক্লিক করে command prompt চালু করতে হবে। 


সো প্রথমেই লিখতে হবে:
Ø Diskpart
এখানে কোন space দেওয়া যাবে না। এরপর enter press করতে হবে।  এরপর লিখতে হবে :

Ø List disk
ঠিক এই ভাবে লিখে এন্টার প্রেস করতে হবে।  তাহলে আপনার কম্পিউটারে হার্ডডিস্ক সহ removal disk এর সংখ্যা show করবে।  এখানে টাইপ করতে হবে:


ü Select disk (আপনার ডিস্ক এর নাম্বার )

Ø Example: select disk 2
এরপর এর এন্টার প্রেস করলে আপনার ডিস্ক সিলেক্ট হয়ে যাবে।  এরপর টাইপ করতে হবে:


Ø Clean

এতে আপনার সিলেক্ট ডিস্ক ক্লিন হয়ে যাবে। সো ডিস্ক সিলেক্ট করার আগে অবশ্যই  বুঝে সিলেক্ট করবেন।
এইবার টাইপ করতে হবে:
Ø Create partition primary

লিখে এন্টার প্রেস করতে হবে। এরপর আবার টাইপ করতে হবে
Ø Active

এরপর এন্টার প্রেস করতে হবে তাহলে আপনার memory primary partition হিসেবে active হয়ে যাবে। এরপর লিখতে হবে
Ø List volume
লিখে এন্টার প্রেস করতে হবে।  তাহলে আপনার কম্পিউটারের volume / disk এর লিস্ট শো করতে ,যে কয়টি ডিস্ক আপনার কম্পিউটারে আছে।  

ওই খানথেকে আপনার মেমোরি বা পেনড্রাইভের volume select করতে হবে। সিলেক্ট করার আগে ভালো ভাবে দেখে নিবেন।
তারপর লিখতে হবে

ü Select volume ( আপনার volume এর নাম্বার  )
Ø Example: select volume 7
লিখে এন্টার দিতে হবে তাহলে আপনার volume সিলেক্ট হয়ে যাবে। এবং শেষে লিখতে হবে

Ø Format fs fat32
লিখে এন্টার প্রেস করার সাথে সাথে আপনার corrupted memory card /pendrive  format হওয়া শুরু হয়ে যাবে।
ফরমেট হতে কিছু সময় নিবে।  পুরোপুরি ফরমেট হয়ে গেলে

100 percent complete দেখাবে । এরপর কিছু সময়  ওয়েট করলে দেখাবে যে successfully disk formatted  ।

তখন আপনি cmd command বন্ধ করতে দিতে পারেন।

এইজন্য আপনি exit লিখে এন্টার প্রেস করলে । সাথে  সাথে cmd command prompt বন্ধ হয়ে যাবে ।  এইবার আপনি আপনার my computer গিয়ে  check করতে পারেন।




Share this

Related Posts

Previous
Next Post »